২৪ অক্টোবর ২০২৫

বান্দরবানে সড়কে ধানের চারা লাগিয়ে অভিনব প্রতিবাদ

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবান আলীকদম উপজেলায় তিন কিলোমিটার সড়কের চলাচলের অনুপযোগী হওয়ায় ভোগান্তিতে পড়েছে প্রায় ২শ পরিবার। কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে ওই রাস্তায় ধানের চারা রোপন করে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ করেছে এলাকাবাসীরা। সড়কটি সংস্কার জন্য বারবার ইউপি সদস্যকে জানালেও তাতে কাজ না হওয়াতেই এমনটাই প্রতিবাদ এলাকাবাসীদের।

এলাকাবাসীরা জানিয়েছেন, আলীকদম সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বটতলী পাড়া এলাকায় বসবাস করে প্রায় ২শ পরিবার চেয়ে বেশি। পান বাজার মেইন রোড থেকে বটতলী পাড়া পর্যন্ত তিন কিলোমিটার এই সড়কটি। এ সড়ক দিয়ে বিভিন্ন যান চলাচল ও মানুষের যাতায়াতের এক মাত্র সম্বল। প্রায় বর্ষায় মৌসুম আসলেই কাঁদায় রূপ ধারণ করে সড়কটি। বর্তমান একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এমন বেহালদশায় সড়ক সংস্কারের জন্য নানা জায়গায় ধর্না দিয়েও কোন কাজ হচ্ছে না গ্রামবাসীর।

ওই এলাকার রফিকুল ইসলাম বলেন, সড়কটি আমাদের প্রধান রাস্তা। এই রাস্তা দিয়ে এলাকার মানুষের চলাচল। এই রাস্তা বর্ষায় মৌসুম এলে পাহাড় থেকে মাটি সরে কাঁদা যুক্ত হয়ে যায়। এতে ভোগান্তিতে পোহাতে হয় এলাকাবাসীর। তাই সড়কটি উন্নয়নের জন্য আমাদের চারা লাগিয়ে প্রতিবাদ।

বটতলী পাড়ার বাসিন্দা সর্দার ফেরদৌস রহমান বলেন, রাস্তাটি ঠিক করার জন্য মেম্বার ও ইউপি চেয়ারম্যানকে বার বার জানানো হয়েছে। তাদেরকে জানান দিয়েও কোন কাজ না হওয়ার কারণে গ্রামের মানুষের এ উদ্যেগ নিয়েছে।

এদিকে আলীকদম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, পান বাজার থেকে বটতলী পাড়া পর্যন্ত দেড় থেকে তিন কিলোমিটার সড়কের রাস্তার। রাস্তাটি নির্মানণের জন্য দেড় কোটি টাকার প্রকল্প বাজেট তৈরি করে প্রস্তাবনা দেওয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে সড়কটি কাজ শুরু করা হবে বলে জানা যায়।

আলীকদম সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন জানান, ওই এলাকায় সাধারণ মানুষের ভোগান্তির দূর করতে এলজিডি কাছে প্রকল্পের প্রণয়ন করা হয়েছে এবং রাস্তার কাজ আগামী অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়ন করবে বলে জানান।

আলীকদম উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকৌশলী আসিফ মাহামুদ বলেন, তিন কিলোমিটার সড়কটি উন্নয়নের জন্য প্রকল্প বাজেট প্রণয়ন করে প্রস্তাবনা দেওয়া হয়েছে। প্রকল্পের বরাদ্ধ এলে দ্রুত কাজ শুরু করা হবে।

আরও পড়ুন