কক্সবাজার প্রতিনিধি »
দুঃসময় মোকাবেলার বিশ্বস্ত পথ হিসেবে দেশের সমবায় আন্দোলনকে আরও জোরদার করার দৃঢ় প্রত্যয়ে কক্সবাজারে শেষ হলো দু’দিনব্যাপী বাংলাদেশ ক্রেডিট ইউনিয়ন ফোরাম-২০২২। সারাদশের ক্রেডিট ইউনিয়নের প্রায় এক হাজার নেতৃবৃন্দের অংশগ্রহণে এই ফোরাম আয়োজন করে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন অব বাংলাদেশ লিমিটেড (কালব)।
‘ক্রেডিট ইউনিয়ন : দুঃসময় মোকাবেলার বিশ্বস্ত পথ’— এ প্রতিপাদ্যে গত ২৯ ও ৩০ জুলাই বাংলাদেশ ক্রেডিট ইউনিয়ন ফোরাম অনুষ্ঠিত হয় কক্সবাজারের হোটেল সি প্যালেস মিলনায়তনে। শনিবার (৩০ জুলাই) বিকেলে দু’দিনব্যাপী এই ফোরামের সমাপনীতে সভাপতিত্ব করেন কালব লিমিটেডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জোনাস ঢাকী।
কালব সহকারী মহাব্যবস্থাপক আব্দুল মান্নানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, কালব লিমিটেডের ভাইস চেয়ারম্যান ফাহমিদা সুলতানা, সেক্রেটারী আরিফ মিয়া, বিভিন্ন অঞ্চলের ডিরেক্টরবৃন্দ ও কালব-এর মহাব্যবস্থাপক প্যাট্রিক পালমা।
বক্তারা বলেন, ১৯৭৯ সালের ১৪ জানুয়ারী প্রতিষ্ঠার পর থেকেই ক্রেডিট ইউনিয়ন সমুহের শীর্ষ সংগঠন হিসেবে কালব তার সদস্য ক্রেডিট ইউনিয়ন সমুহের টেকসই উন্নয়নের লক্ষে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। বাস্তবায়ন করছে বিভিন্ন কর্মসূচী। এই ফোরাম থেকে লব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে যেকোন দুঃসময় মোকাবেলায় ক্রেডিট ইউনিয়নের ভূমিকাকে আরও জোরদার ও কার্যকরী করবে বলে আশা বক্তাদের।
দু’দিনব্যাপী অনুষ্ঠানে প্রাণবন্ত আলোচনায় ক্রেডিট ইউনিয়ন সমুহকে শক্তিশালী করতে বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
এর আগে শুক্রবার উদ্বোধনীতে বক্তব্য রাখেন কালব চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জোনাস ঢাকী, এশিয়ান কনফেডারেশন অব ক্রেডিট ইউনিয়ন-আকু’র প্রধান নির্বাহী কর্মকর্তা এলিনেটা ভি সান রকে, কালব এর সেক্রেটারী আরিফ মিয়া, মহাব্যবস্থাপক প্যাট্রিক পালমা প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশের ৬৪টি জেলা থেকে বিভিন্ন ক্রেডিট ইউনিয়নের প্রায় ১ হাজার সমবায়ী নেতৃবৃন্দ দু’দিনব্যাপী এই ফোরামে অংশ নেন।













