২৪ অক্টোবর ২০২৫

বান্দরবানে টাস্কফোর্সের যৌথ অভিযান, ৭২ গরু-মহিষ আটক

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযান চালিয়ে মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ৪৪টি গরু ও ২৮টি মহিষ আটক করেছে টাস্কফোর্স।

শুক্রবার (২৯ জুলাই) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) আওতাধীন নয়াপাড়া ইউনিয়নের শৈলকুঠি রিসোর্ট এর পিছনে বাচামৃত চর এলাকায় অভিযান আটক করা হয়।

রবিবার (৩১ জুলাই) সকালে বিজিবির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে ৫৭ বিজিবি।

প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, চোরাকারবারীরা মিয়ানমারের অবৈধ চোরাই পথে বিপুল সংখ্যক গরু ও মহিষ নিয়ে এসে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট, বিজিবি, পুলিশ এবং আনসার সদস্য নিয়ে গঠিত একটি টাস্কফোর্স দল নয়াপাড়া ইউনিয়নের বাচামৃত চর এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় চোরাই পথে আনা ৪৪টি গরু ও ২৮টি মহিষ আটক করেন। চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গরু ও মহিষ উক্ত স্থানে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে আটককৃত গরু ও মহিষ গুলো বিজিবি আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) সদর দপ্তরে আনা হয়।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) উপ-অধিনায়ক মেজর শাহ মো. শাকিল আলম জানান, আটককৃত গরু ও মহিষের বাজার মূল্য আনুমানিক এক কোটি ২ লাখ ৯৫ হাজার টাকা কাছাকাছি। আগামীতে আমাদের এই ধরনের অভিযান চলমান থাকবে। চোরা চালান বন্ধে ৫৭ বিজিবি বদ্ধ পরিকর।

আরও পড়ুন