বাংলধারা প্রতিবেদক »
এডিস মশার বিস্তার রোধে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত ।
রবিবার (৩১ জুলাই) নগরীর চকবাজার তেলিপট্টি রোড, কাপাসগোলা রোড, কে বি ফজলুল কাদের রোড়ে অভিযান পরিচালনা করে ৪ ব্যক্তির বিরুদ্ধে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
অপরদিকে লালখানবাজার ইস্পাহানী মোড়, চানমারী রোড, বাঘঘোনা ও আমিরবাগ আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ২ ব্যাক্তির বিরুদ্ধে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী বলেন, চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে নগরীর চকবাজার তেলিপট্টি রোড, কাপাসগোলা রোড, কে বি ফজলুল কাদের রোডের ফুটপাতে দোকানের মালামাল রাখায় ও ময়লা আবর্জনা ফেলায় জনদুর্ভোগ সৃষ্টিসহ জনগণের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টির কারণে ৪ দোকান মালিকের বিরুদ্ধে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং নির্মানাধীন ভবনের নীচতলায়, বাসা বাড়ীর আঙ্গিনায় মশার ঔষধ ছিটানোর তদারকি করা হয়।

অপর দিকে, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অভিযানে নগরীর লালখানবাজার ইস্পাহানী মোড়, চানমারী রোড, বাঘঘোনা ও আমিরবাগ আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের নীচতলায় এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় দুই ভবন মালিকের বিরুদ্ধে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ভবনের নীচের জমে রাখা পানি ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। ভবিষ্যতে পানি জমা থাকলে তা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া বর্তমান বর্ষা মৌসুমে নির্মাণাধীন ভবনের নীচতলায়, ভবনের ছাদে বা ছাদ বাগানে যাতে পানি না জমে সে বিষয়ে সতর্ক থাকার জন্য ভবন মালিকদের প্রতি তিনি বিশেষভাবে অনুরোধ জানান।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা প্রদান করেন।
বাংলধারা/এসআরটি













