বাঁশখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক অবকাঠামো পুর্নবাসন প্রকল্পের আওতায় কালীপুর গুনাগরী-খানখানাবাদ সড়ক মেরামতের কাজ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১ আগস্ট) বেলা ১২টায় গুনাগরী বাজারস্থ সড়কের সামনে সড়ক মেরামত কাজ উদ্বোধন করেন বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, কালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম, বাশঁখালী পৌরসভার মেয়র তোফাইল বিন হোছাইন, বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম , বাশঁখালী উপজেলা প্রকৌশলী কাজ্বী ফাহাদ বিন মাহমুদ, ছাত্রনেতা রিপনংল লল ভট্টাচার্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় কালীপুর ইউপি চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম বলেন, আমার ইউনিয়নে কিছু অংশ অবস্থিত এ সড়কটির বেহাল দশা ছিল। মানুষের চলাচল ও গাড়ি চলাচলে অকার্যকর হয়ে উঠেছিল। মানুষের এ অসহনীয় কষ্টকে সুখে পরিণত করতে আমাদের বাঁশখালীর অভিভাবক মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রচেষ্টায় আজ সড়কের মেরামত কাজ উদ্বোধন করা হয়েছে। আশা করি, শীঘ্রই এ সড়কের মেরামত কাজ শেষ হবে।
এসময় বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যতদিন বেঁচে আছেন ততদিন এ দেশের মানুষের কোন কষ্ট হবে না। দেশের প্রতিটি ঘরে ঘরে এবং কোণায় কোণায় উন্নয়ন পৌঁছে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যার সরকার আছে বলেই আজ বাঁশখালীর গুরুত্বপূর্ণ সড়ক অধ্যাপক আসহাব উদ্দীন সড়কের কাজের শুভ উদ্বোধন সম্ভব হয়েছে।













