২৪ অক্টোবর ২০২৫

মিরসরাই ট্রেন দুর্ঘটনা : আহত আরও একজনের মৃত্যু

বাংলাধারা প্রতিবদেক »

মিরসরাইয়ে ট্রেন ও মাইক্রোবাস দুর্ঘটনায় আহত সাত জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আয়াতুল ইসলাম আয়াত নামের আরও একজন মারা গেছেন।

শুক্রবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।

নিহত আয়াত হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়নের খন্দকিয়া পাড়ার আব্দুর শুক্কুরের ছেলে।

বিষয়টি বাংলাধারাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

তিনি বলেন, মিরসরাইয়ে ট্রন দুর্ঘটনায় আহত হয়ে সাতজন চমেক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিল। তাদের দুইজনের অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়। তান্মধ্যো আয়াত আইসিইউতে আজ (শুক্রবার) ২টার দিকে মারা যায়।

এর আগে, গত ২৯ জুলাই দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়। এ ঘটনায় সাতজন আহত হন। হতাহতরা হাটহাজারী জুগিরহাট আর অ্যান্ড জে কোচিং সেন্টার থেকে মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় গিয়েছিলেন। ঝরনা থেকে ফিরে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে আরও ৫ জন চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়া ইমন নামে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আরও পড়ুন