২৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে উদীচী’র সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাধারা ডেস্ক »

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদ আয়োজিত উদীচীর জেলা, শাখা সংসদের নেতৃত্ব ও সকল শিল্পীকর্মীদের সংগঠন, সংস্কৃতি এবং বর্তমান প্রেক্ষাপটে করনীয় বিষয়ে মানোন্নয়নে সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ অগস্ট) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারি মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই কর্মশালার প্রারম্ভে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক ও সাংবাদিক জসীম চৌধুরী সবুজ।

এতে উদীচী, চট্টগ্রাম জেলা সংসদ এর সাধারণ সম্পাদক এডভোকেট অসীম বিকাশ দাশ এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল আলম,সহ সাধারণ সম্পাদক সংগীতা ইমাম, কেন্দ্রীয় সংসদের সম্পাদক মণ্ডলীর সদস্য আরিফ নূর, জেলা সংসদের সহ সভাপতি ডা. অসীম চৌধুরী, সুনীল ধর ও আবুল কাসেম।

প্রশিক্ষণ কর্মশালার প্রথম অধিবেশনে উদীচীর গঠনের ইতিহাস এবং বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট শীর্ষক প্রশিক্ষণ প্রদান করেন হাবিবুল আলম, উদীচীর গঠনতন্ত্রের রীতিনীতি ও পদ্ধতি নিয়ে আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক সংগীতা ইমাম, শেষ পর্বে বর্তমান প্রেক্ষাপটে উদীচী নেতৃত্বের করণীয় এবং আন্দোলন সংগ্রাম শীর্ষক আলোচনায় অংশ নেন উদীচী, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সংসদের সম্পাদক মন্ডলীর সদস্য আরিফ নূর। আজকের প্রশিক্ষণ কর্মশালায়, বর্তমান বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনায় অংশ নিয়ে আশুকরনীয় এবং সামগ্রিক সংকট থেকে উত্তরণের ক্ষেত্রে সাংস্কৃতিক কর্মীদের করনীয় নিয়ে আলোচনা করা হয়।কর্মশালায়, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ এবং মৌলবাদের বিরুদ্ধে সর্বোপরি সকল অপসংস্কৃতির বিরুদ্ধে একটি সুস্থ সাংস্কৃতিক গণজাগরণ গড়ে তোলার উপর আলোকপাত করা হয়।

আরও পড়ুন