১০ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

বাংলাধারা প্রতিবেদক»

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক সমিতি।

শনিবার (৬ আগস্ট) দুপুরে বিষয়টি বাংলাধারাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন।

তিনি বলেন, ‘সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা চট্টগ্রামের সকল বাস চালকদের অনুরোধ করেছি গাড়ি নিয়ে রাস্তায় নামার জন্য। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এরপর আমরা পরবর্তী সিদ্ধান্তে যাবো।’

প্রসঙ্গত, শুক্রবার রাত ১০টার দিকে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। এরপর সকাল থেকে গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক সমিতি। এতে করে কর্মস্থলমুখী মানুষরা পড়েছিলেন ভোগান্তিতে। বাস বন্ধ থাকায় সিএনজি, রিকশায় করে অনেকেই তাদের গন্তব্যে দ্বিগুণ ভাড়ায় গিয়েছেন।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন