বাঁশখালী প্রতিনিধি »
বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বাঁশখালী উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ১৮ দোকান মালিককে ৪ হাজার ৮শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জামান চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান পৃথক এ অভিযান পরিচালনা করেন।
সোমবার ৮টা থেকে উপজেলার পৌরসভা মার্কেট, মিয়ারবাজার, টাইম বাজার, চাম্বল বাজার, নাপোড়া বাজার, চেচুরিয়া বাজার, বৈলছড়ি বাজার, কালীপুর বাজার, সদর আমিন হাট, রামদাস মুন্সীর হাট, গুনাগুরী বাজার এলাকায় এসব অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জামান চৌধুরী বলেন, বাঁশখালীতে রাত ৮টার পর দোকানে অতিরিক্ত আলোকসজ্জাসহ দোকান পাট খোলা রাখায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন দোকানকে ১৮টি মামলায় ৪ হাজার ৮শ টাকা অর্থদণ্ড করা হয়। তাছাড়া অহেতুক আলো জ্বালিয়ে বিদ্যুতের অপচয় রোধকল্পে সরকারি নির্দেশনা মানার জন্য সবাইকে সচেতন হতে বলা হয়।













