১০ নভেম্বর ২০২৫

পতেঙ্গা সৈকতে ভাড়া নিয়ে বাকবিতন্ডা, পর্যটকদের ওপর হামলে পড়ল ঘোড়ার মালিক

বাংলাধারা প্রতিবেদক»

নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় ঘুরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পাঁচ পর্যটক। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— আখতারুজ্জামান বাবু, রিফাত পিয়াস, শাহাদাত হোসেন, মিহির হোসেন ও তানভীর হিরা।

আহত বাবু বলেন, ‘আমরা ৩০ জন পর্যটক নোয়াখালী থেকে পতেঙ্গা সৈকতে ঘুরতে আসি। আমাদের একজন এসময় ঘোড়ায় চড়তে যায়। প্রথমে ঘোড়ার মালিক ৫০ টাকা ভাড়ার কথা বললেও ঘোড়া থেকে নামার পর ১শ’ টাকা দাবি করে। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। এতে আমরা ৫ জন আহত হই।’

বিষয়টি নিশ্চিত করে ট্যুারিস্ট পুলিশের পরিদর্শক মো. ঈসরাফিল মজুমদার বলেন, ‘পর্যটকদের ওপর হামলার ঘটনায় জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। তাদের  পতেঙ্গা থানায় হস্তান্তরের হয়েছে।’

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন