বাংলাধারা প্রতিবেদক»
বান্দরবনের আলীকদমে আলোচিত অপহরণ এবং গণধর্ষণ মামলার প্রধান আসামি সাদেক হোসেন ওরফে মুন্নাকে গ্রেফতার করেছে র্যাব-৭।
মঙ্গলবার (৯ আগস্ট) কক্সবাজার জেলার চকরিয়া থানার মৌলভীরকুম বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাদেক হোসেন ওরফে মুন্না কক্সবাজারের চকরিয়া থানার পশ্চিম নিজপানখালী এলাকার মো. খলিলের ছেলে। তিনি র্দীঘ ১০ বছর যাবত পলাতক ছিলেন।
এ বিষয়ে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার বলেন, ‘আসামি ভিকটিমের পরিচিত ছিল এবং সে প্রায়ই ভিকটিমের এলাকায় আসা যাওয়া করত। ২০১২ সালের ১৪ মার্চ আসামি ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে এবং বিভিন্নভাবে প্রলুব্ধ করে চট্টগ্রামে এনে একটি আবাসিক হোটেলে রেখে দুই দিন জোরপূর্বক ধর্ষণ করে।’
‘পরবর্তীতে আসামি সাদেক ভিকটিমকে প্রথমে চকরিয়ায় এবং পরে টেকনাফের একটি বাড়িতে আটকে রেখে পুণরায় ধর্ষণ করে। এরপর সাদেক ভিকটিমকে কিছু দুস্কৃতিকারীর কাছে রেখে আসায় ৪-৫ জন দুস্কৃতিকারী ভিকটিমকে টানা চারদিন পালাক্রমে ধর্ষণ করে।’ বলেন র্যাবের এই কর্মকর্তা।
তিনি বলেন, ‘এক পর্যায়ে ভিকটিম কৌশলে এক দুস্কৃতিকারীর মোবাইল থেকে তার মামাকে সমস্ত ঘটনা খুলে বলে।
এদিকে ভিকটিমের মামা থানায় অভিযোগ দায়ের করলে আসামিরা বুঝতে পেরে গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে টেকনাফ বাসষ্ট্যান্ড এলাকায় রেখে পালিয়ে যায়। পরবর্তীতে টেকনাফ থানার পুলিশ ভিকটিমকে উদ্ধার করে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে বান্দরবান জেলার আলীকদম থানায় ১১ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।’
গ্রেফতার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
বাংলাধারা/এসআরটি













