১০ নভেম্বর ২০২৫

কর্ণফুলীতে বিদ্যুৎ সাশ্রয়ে অভিযান, ৯ দোকানিকে জরিমানা

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামের কর্ণফুলীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সাশ্রয়ে অভিযান পরিচালনা করে ৯ দোকানিকে ৪১ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ আগস্ট) রাত ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার পুরাতন ব্রিজঘাট বাজার, সৈন্যারটেক ও মইজ্জারটেক মোড়ে এ অভিযান চালান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযূষ কুমার চৌধুরী।

অভিযানে কর্ণফুলীর চরপাথরঘাটার পুরাতন ব্রিজঘাট নুর মার্কেটের ওয়ালটন শো রুমকে ৫ হাজার টাকা ও ভিশন শো রুমকে ৪ হাজার টাকা, সৈন্যের টেক মোবিন চেয়ারম্যান মার্কেটের আদি জুয়েলার্স ৩ হাজার টাকা, আল ইমাম ক্লথ স্টোর ২ হাজার টাকা, কসমেটিসের দোকানসহ মইজ্জ্যারটেক এলাকায় অভিযানে মোট ৯ টি মামলায় ৪১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশে বিদ্যুৎ সাশ্রয়ে উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত আটটার পর দোকান, শপিং মলসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বেশ কিছুদিন ধরে প্রচারণা চালানো হয়েছে। তারপরও ব্যবসায়ীরা রাত ৮টার পর দোকান খোলা রাখায় বিভিন্ন শোরুমসহ কাপড়ের দোকানকে এসব জরিমানা করা হয়।

পাশাপাশি বিভিন্ন ধরনের দোকান ও বিপনি-বিতান রাত আটটার পর বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সিএমপি কর্ণফুলী থানার এসআই সুমন দে, ভূমি অফিসের নাজির দেবাশীষ রুদ্র ও পুলিশ সদস্যগণ সহযোগিতায় করেন।

বাংলাধারা/ এসআরটি

আরও পড়ুন