বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৫৮টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে ৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ৬ শতাংশ। এর মধ্যে ৮ জনই মহানগরের বাসিন্দা।
বৃহস্পতিবার (১১ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
তথ্য অনুযায়ী, এদিন বিআইটিআইডি হাসপাতালে ২৪টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ১টি, ইমপেরিয়াল হাসপাতালে ১৮টি, শেভরণে ৫৬টি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১০টি, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৪টি, ইপিক হেলথ কেয়ারে ২২টি, মেট্রোপলিটন হাসপাতালে ১৪টি, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৭টি এবং এভারকেয়ার হাসপাতালে ১টি নমুনা পরীক্ষা করা হয়।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৮ হাজার ৬৪৮ জন। এর মধ্যে নগরের ৯৩ হাজার ৭৭২ জন এবং বিভিন্ন উপজেলায় ৩৪ হাজার ৮৭৬ জন। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন ১ হাজার ৩৬৭ জন। এর মধ্যে নগরে ৭৩৭ জন এবং উপজেলার ৬৩০ জন।













