চন্দনাইশ প্রতিনিধি »
চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী হাছনদণ্ডীতে সাপের কামড়ের ৯ দিন পর মৃত্যু হয়েছে মোরশেদুল আলম (২৪) নামে এক যুবকের।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে পুনরায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয় বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সে দোহাজারী পৌরসভার পূর্ব হাছনদন্ডী এলাকার মুহুরী বাড়ির সাবেক মেম্বার নুরুচ্ছফার ছেলে।
জানা যায়, গত ৩ আগস্ট সন্ধ্যা ৭টায় নিজ বাড়ির উঠানে তাকে সাপে কামড় দেয়। প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে দীর্ঘ ৮ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার (১০ আগস্ট) বাড়িতে ফিরে আসে।
কিন্তু আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে ফের অসুস্থ হয়ে পড়লে বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তার ভগ্নিপতি ওসমান আলী।













