চন্দনাইশ প্রতিনিধি »
চন্দনাইশে পৃথক অভিযান পরিচালনা করে ৮ হাজার ১শ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতার দুইজন হলো— লক্ষীপুরের রামগঞ্জ পৌরসভার আবদুর রহিমের ছেলে ইসমাইল হোসেন (৩০) এবং অপরজন টেকনাফের কালা মিয়ার ছেলে ফয়সাল নূর প্রকাশ ফয়সাল (২৪)।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ আগস্ট) ভোরে গাছবাড়িয়া সরকারি কলেজ সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের অফিসের সামনে চেক পোস্ট বসিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ ইসমাইল হোসেন নামে একজনকে আটক করা হয়। অন্যদিকে গত বৃহস্পতিবার মধ্যরাতে একই স্থানে অভিযান চালিয়ে ২ হাজার ১শ পিস ইয়াবাসহ ফয়সাল নূরকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।













