বাংলাধারা প্রতিবেদক»
নগরীতে অভিযান চালিয়ে হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, মাদকসহ বিভিন্ন মামলার পলাতক আসামি মো. আমীর হোসেন জীবনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (১১ আগস্ট) চান্দগাঁও থানার সাবানঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, হালিশহর, ডবলমুরিং, পাহাড়তলী এবং আশেরপাশের এলাকায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, মাদকসহ বিভিন্ন অপকর্মের মূলহোতা ছিল সে এবং অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছিল। সে নগরীর বিভিন্ন থানার ১৬ মামলার আসামি।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, বিশেষ সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার সাবানঘাটায় অভিযান পরিচালনা হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, মাদকসহ মোট ১৬ মামলার আসামি মো. আমীর হোসেন জীবনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, সিডিএমএস পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে নগরীর হালিশহর, পাহাড়তলী এবং ডবলমুরিং থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, মাদকসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের ১৬টি মামলা পাওয়া যায়।
গ্রেফতার আসামি কে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
বাংলাধারা/এসআরটি













