৭ নভেম্বর ২০২৫

চাক্তাই খালে ঝাঁপ—আবর্জনায় পা আটকে ডুবল কিশোর, রড ঢুকল যুবকের গলায়

বাংলাধারা প্রতিবেদক»

নগরের বাকলিয়া থানার চাক্তাই খালে বিল্ডিং থেকে গোসল করতে ঝাঁপ দিলে এক যুবকের গলায় রড ঢুকে এবং এক কিশোরের বর্জ্যে পা আটকে গেলে ডুবে মৃত্যু হয়।

শনিবার (১৩ আগস্ট) দুপুর ৩টায় খাতুনগঞ্জের সোনামিয়ার বিল্ডিং থেকে লোহার ব্রিজ এলাকায় জোয়ারের পানিতে গোসল করতে খালে ওই দুইজন ঝাঁপ দেয়। 

পরে বিকেল চারটার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ।

নিহত দুই যুবক হলেন মামুন (১৮) ও হৃদয় (১৩)। তারা দুজনই মহাজন পাড়ার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম। তিনি বলেন, ‘এ ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।’

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ