৭ নভেম্বর ২০২৫

বিজিবির ধাওয়ায় বিপুল পরিমাণ আইস ও ইয়াবা ফেলে পালালো চোরাকারবারি

জেলা প্রতিনিধি, কক্সবাজার »

কক্সবাজারের টেকনাফে নাফনদী সংলগ্ন জালিয়ারদ্বীপ এলাকায় বিজিবির ধাওয়া খেয়ে ফেলে যাওয়া ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ২বিজিবি।

রবিবার (১৪ আগস্ট) ভোররাত ৪টা দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া বিওপি নাফনদী সংলগ্ন জালিয়ারদ্বীপ এলাকা থেকে এসব মাদকদ্রব্যগুলো জব্দ করে বিজিবি’র টহল দল।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদে খবর আসে মাদকের একটি বড় চালান নাফনদী পার হয়ে টেকনাফে ঢুকবে। এমন তথ্যে রবিবার ভোর রাতে দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ জালিয়ারদ্বীপ এলাকায় ব্যাটালিয়ান সদর এবং দমদমিয়া বিওপি হতে দুইটি টহলদল উপদলে বিভক্ত হয়ে কেওড়া বাগানের কৌশলগত অবস্থান নেয়। ভোর আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে টহলদল দুইজন ব্যক্তিকে মায়ানমার হতে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে।এরপর বিজিবি’র টহলদল তাদের আটক করতে গেলে উক্ত ব্যক্তিগণ বিজিবি’র উপস্থিতি টের পেয়ে কৌশলে ব্যাগ ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উক্ত স্থানে তল্লাশী চালিয়ে চোরাকারবারীদের ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে।উদ্ধারকৃত ব্যাগের ভিতর হতে ১কেজি ৪০গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অধিনায়ক আরও জানান, উদ্ধারকৃত মালিকবিহীন ক্রিস্টাল মেথ আইস এবং ইয়াবা ট্যাবলেট ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে আইনী কার্যক্রম শেষে সংশ্লিষ্ট সকলকে নিয়ে ধ্বংস করা হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ