৭ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার, দেখলেন সার্বিক পরিস্থিতি

বাংলাধারা প্রতিবেদক»

চট্টগ্রাম চিড়িয়াখানার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন।  এসময় তিনি সদ্য জম্ম নেওয়া সাদা বাঘের বাচ্চা, অজগর সাপসহ চিড়িয়াখানার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন।

রবিবার (১৪ আগস্ট) বেলা ১টার দিকে তিনি চিড়িয়াখানায় প্রবেশ করেন।

চিড়িয়াখানা পরিচালনা কমিটির সদস্যসচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম  বলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন চিড়িয়াখানা পরিদর্শনে এসেছেন। এসময় তিনি চিড়িয়াখানার সার্বিক বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসনের উপ-পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম, চট্টগ্রাম চিড়িয়াখানা পরিচালনা কমিটির সদস্যসচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসাইন শুভ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ