বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালীতে নানান কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারী কমিশনার ( ভুমি) মো. আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহিন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম বাবুল থানা অফিসার ইনচার্জ মো.আব্দুর রাজ্জাক।
এসময় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এছাড়া বোয়ালখালী পৌরসভায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। পৌর মেয়র জহুরুল ইসলাম জহুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি শফিউল আলম শফি ও সাধারণ সম্পাদক মো. জাকারিয়া। এতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইলিয়াছ সিকদার। মোনাজাত শেষে তবররুক বিতরণ করা হয়।
পৌরসভা ছাত্রলীগ
পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌরসভা ছাত্রলীগ সভাপতি জাবেদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শফিউল আলম শফি ও সাধারণ সম্পাদক এসএম জাকারিয়া।
গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল আবেদীন নাজিম, শিক্ষক খসরু পারভেজ, বিষু কুমার বড়ুয়া, মঞ্জুর আলম, বিপ্লব সরকার, আরেফা খানম, দিল আফরোজ রিতা, প্রলয় চৌধুরী মুক্তি, প্রজীব কুমার বড়ুয়া, সেলিম মাহমুদ ও নুরুল আলম।