বাংলাধারা প্রতিবেদক»
নগরের চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকা থেকে গাড়ি ও বাসার রান্না ঘর থেকে ১৮১ বোতল ফেন্সিডিল, ১২ কেজি গাঁজা এবং ৩৩ বোতল স্কূপ সিরাপ সহ মোছা. রিক্তা বেগম ওরফে রিজিয়া (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭।
সোমবার (১৫ আগষ্ট) আবু তাহের সওদাগরের বিল্ডিংয়ের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
আটক রিক্তা বেগম সন্দীপ থানার মুসাপুর এলাকার মো. ইদ্রিচের স্ত্রী।
র্যাব জানায়, আসামি মোছাঃ রিক্তা বেগমের স্বামী পলাতক মো. ইদ্রিচ ও মো. রুবেল নামক এক ব্যাক্তির সহায়তায় ঐ জীপ গাড়ি করে কুমিল্লা ও ফেনী জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল, স্কূফ ও গাঁজা সংগ্রহ করে বাসা ও গাড়ীতে রেখে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারী মূল্যে বিক্রির জন্য মজুদ রেখেছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি জীপ গাড়ি তল্লাশী করে ব্যাক ঢালার ভিতর থেকে ১শ বোতল ফেন্সিডিল এবং ৩৩ বোতল স্কূফ সিরাপ উদ্ধার করে জীপ গাড়িটি জব্দ করা হয়। এছাড়া আবু তাহের সওদাগরের বিল্ডিংয়ের একটি বাসার ভেতরে তল্লাশী করে ৮১ বোতল ফেন্সিডিল এবং ১২ কেজি গাঁজা সহ আসামি মোছা. রিক্তা বেগম আটক করা হয়।’
‘আটক আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে আটক আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’- বলেন র্যাবের এই কর্মকর্তা।
বাংলাধারা/আরএইচআর













