বাংলাধারা প্রতিবেদন »
গভীর শোক আর বিনম্র শ্রদ্ধা-ভালোবাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে ‘আদর্শে বঙ্গবন্ধু’ চট্টগ্রাম মহানগর শাখা।
সিটিসি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সংগঠক মো. ওমর ফারুকের সভাপতিত্বে সিটি কলেজ ছাত্রলীগ নেতা মো. শাহাদাতের সঞ্চালনায় শোকাবহ আবহে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য ও চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার শাহেদ মিজান।
এসময় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙালি জাতির পিতা নন, তিনি ছিলেন বিশ্বের নিপীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষের অধিকার আদায় ও মুক্তির মহানায়ক। তিনি অদম্য সাহসী রাষ্ট্রনায়ক ছিলেন। পাকিস্তানি হানাদার সরকারের জেল, জুলুম অত্যাচার, কোনো কিছুই তাঁকে থামাতে পারেনি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে তিনি এদেশ স্বাধীন করেন। কিন্তু ১৯৭৫ সালে ঘাতকেরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে এদেশকে নেতৃত্ব শূন্য করে ঘাতকরা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে।
এতে আরও উপস্থিত ছিলেন সিটি কলেজ ছাত্রলীগ নেতা মো. সাইফুল, মো. হাবিব, মো. কামরুল, মো. রাব্বি, মো. সুজন চৌধুরী, মো. লিয়াকত ও মো. এহসান।
মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মো. এরফান, মো. সঞ্জয় দাশ, রহমতুল্লাহ, মো. কাজী রাহিম, মো. রাকিবুল ও মো. হেদায়েত।
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ছাত্রলীগ নেতা মো. আসিফ, মো. রাহতুল, মো. কবির, মো. শাকিল,আজয় বড়ুয়া, মো. রফিক চৌধুরী, মো. হেলাল, মো. আশরাফ ও মো. আরাফাত।
হাজেরা-তজু ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মো. শিহাব, মো. রফিক, মো. মহিউদ্দিন, মো. কামরুল, মো. আশিক, মো. জাব্বার আলি, মো. নয়িম চৌধুরী, মো. জিহান, মো. রাব্বি ও মো. তৌফিক।
সিটিসি কলেজ ছাত্রলীগ নেতা মো. ইমতিয়াজ, মো. জুনায়েদ, মো. বাশার, মো. বসির, মো. আফ্রিদি, মো. সোলাইমান, মো. আজওয়াদ, জয় দাশ ও সুমন দাশ,
শ্যামলি টেকনিক্যাল কলেজ ছাত্রলীগ নেতা মো. খুরশেদ, মো. আনোয়ার, মো. হাইদার, মো. আশিক মাউলা প্রমুখ।













