২৪ অক্টোবর ২০২৫

পটিয়ায় ছেলের গুলিতে মায়ের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদক»

চট্টগ্রামের পটিয়ায় পারিবারিক কলহের জেরে সন্তান মাইনুদ্দিন মইনু (৩০) গুলিতে মা জেসমিন আক্তার (৫০) নিহত হয়েছেন। তবে অভিযুক্ত মাইনুদ্দিন পালিয়ে যাওয়ায় তাকে ধরা যায়নি। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৬ আগস্ট) বেলা পৌনে ২টার দিকে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জেসমিন আক্তার পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত শামসুল আলম মাস্টারের স্ত্রী। অভিযুক্ত মাইনুদ্দিন তার ছেলে।

জানা গেছে, অভিযুক্ত মইনু বখাটে এবং তার নামে কয়েকটি মামলা আছে। তিনি চট্টগ্রামের চকবাজার এলাকায় থাকেন। তিনি বিবাহিত। যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন তিনি।

পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে তাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ১০টি কার্তুজ ও একটি এয়ারগান জব্দ করে। তবে অভিযুক্ত মইনু পালিয়ে যাওয়ায় ধরা যায়নি। তাকে আটকের জন্য অভিযান চলছে।

স্থানীয়রা জানান, বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে মায়ের সঙ্গে বিরোধ চলছিল মাইনুদ্দিনের। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে মায়ের মাথায় গুলি চালায় মাইনুদ্দিন। পরে আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রামে মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম  গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিক তদন্তে পিস্তলের গুলি বলে শুনা যাচ্ছে। প্রয়াত শামসুল আলম মাস্টারের লাইসেন্স করা একটি শর্টগান ছিল। কীসের গুলি মৃত্যু হয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন