৯ নভেম্বর ২০২৫

১০ বছর পালিয়েও হল না রক্ষা, ধরা শিবির ক্যাডার গিট্টু মানিক

বাংলাধারা প্রতিবেদক»

দুর্ধর্ষ সন্ত্রাসী শিবির ক্যাডার মানিক (৪০)। সবাই তাকে চেনেন গিট্টু মানিক হিসেবেই। তার গুরু ভারতে পালিয়ে থাকা আরেক শিবির ক্যাডার সাজ্জাদ। সাজ্জাদের হয়েই প্রকাশ্যে ও গোপনে চাঁদাবাজি, ডাকাতি খুনসহ বিভিন্ন ধরণের অপরাধ করে আসছিল লুকিয়ে। দশ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি তার।

বুধবার (১৭ আগস্ট) তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান।

এর আগে মঙ্গলবার (১৬ আগস্ট‌) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাটহাজারী থানার চৌধুরীরহাট ছড়ারকুল এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার মানিক প্রকাশ গিট্টু মানিক নগরের বায়েজিদ এলাকার হামিদপুর এবাদুল্লাহর হাজীর বাড়ি নুর মোহাম্মদ ছেলে।

পুলিশ জানায়, গিট্টু মানিকের বিরুদ্ধে বায়েজিদ থানায় অস্ত্র, হত্যা, ডাকাতি, চাঁদাবাজির পাঁচটি মামলার মধ্যে ২টির গ্রেফতারি পরোয়ানা থাকলেও গত দশ বছর সে আত্নগোপনে ছিলো।

জানা যায়, ২০১১ সালের ৪ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদরের বিশ্বরোড চৌরাস্তার মোড় থেকে চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী ও শিবির ক্যাডার সরওয়ার এবং ম্যাক্সনকে গ্রেফতার করে নগরীর বায়েজিদ বোস্তামি থানার তৎকালীন ওসি এ কে এম মহিউদ্দিন সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল।

পরে গ্রেফতার দুজনের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ সেই বছরের ৬ জুলাই ভোর ৪টায় বায়েজিদ থানার ওয়াজেদিয়া হামিদপুর এলাকায় তাঁদের সহযোগী শিবির ক্যাডার মানিকের বাড়ির পেছনে পুকুরপাড় থেকে এক বস্তা অস্ত্র উদ্ধার করে।

অস্ত্রগুলোর মধ্যে ছিল একটি একে-৪৭ রাইফেল ও ২৭ রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি, দেশে তৈরি একটি বন্দুক, একটি দেশি ওয়ান শুটার গান এবং একটি এলজি। এ সময় পুলিশ মানিককেও গ্রেফতার করতে সক্ষম হয়।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, ‘ভারতে পলাতক শিবির ক্যাডার সাজ্জাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিলো। এর আগেও ২০১১ সালের ১১ জুলাই নগরের বায়েজিদ এলাকা থেকে একে-৪৭ রাইফেল ও দুই সহযোগীসহ গ্রেফতার হয়েছিল গিট্টু মানিক।’

তিনি বলেন, ‘সম্প্রতি বিদেশে পলাতক সাজ্জাদ দেশে থাকা তার ‘বিশেষ বাহিনীর’ সদস্য গিট্টু মানিকসহ অন্যান্য সদস্যদের পুনরায় সংগঠিত করে চাঁদাবাজি করে আসছিলো।’

প্রসঙ্গত, গত ২০ জুলাই বায়েজিদ বোস্তামী থানার চালিতা তলিতে কমফোর্ট হোমটেক্স মেট্রেস এণ্ড পিলো ফ্যাক্টরীতে দাবিকৃত চাঁদা না পেয়ে আগুন দিয়ে পুড়ে দেয়। এই ঘটনায় জড়িত সাজ্জাদের সহযোগী মোবারক হোসেন ও জিসান নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন