বাংলাধারা ডেস্ক »
বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) নগরীর খুলশীস্থ বিজিএমইএ ভবনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক এম. এহসানুল হক, মিরাজ-ই-মোস্তফা কায়সার, প্রাক্তন পরিচালক মোহাম্মদ মুসা, মোহাম্মদ সাইফ উল্ল্যাহ মনসুর, এনামুল আজিজ চৌধুরী, খন্দকার বেলায়েত হোসেন, মোহাম্মদ আতিকসহ পোশাক শিল্পের মালিক ও বিজিএমইএ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়ে সমগ্র জাতি শোকাহত ও মর্মাহত। বঙ্গবন্ধু’র অবদানেই আজ বাংলাদেশ নামে স্বাধীন সার্বভৌম ভুখণ্ড বিশ্বের বুকে মাথা উঁচু করে এগিয়ে চলেছে।
মহান ভাষা আন্দোলন, পরবর্তী ৬ দফা সহ মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর আত্মত্যাগের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, তৈরি পোশাক শিল্প বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন সহ উত্তরোত্তর রপ্তানি বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে বিজিএমইএ নিরন্তর কাজ করছে।
অনুষ্ঠান পরিচালনা করেন বিজিএমইএ চট্টগ্রামের ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান আবদুল হালিম দোভাষ। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।













