১১ নভেম্বর ২০২৫

চমেকে হাজতির মৃত্যু

বাংলাধারা প্রতিবেদক»

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক‌) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. ইউসুফ (৬০) নামে কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) সকালে হাসপাতালের ১৪ নম্বর মেডিসিন ওয়ার্ডে তার মৃত্যু হয়।

ইউসুফ কক্সবাজার জেলার পেকুয়া থানার মগনামা সিকদার বাড়ির মৌলভী নুরুল হকের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ নম্বর মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মো. ইউসুফ নামে এক হাজতির মৃত্যু হয়েছে। পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

এর আগে গত ১১ জুলাই কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়ে ওই হাজতি। এরপর তাকে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। একইদিন সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ