১১ নভেম্বর ২০২৫

ফুটপাত-রাস্তা দখল, ১১ ব্যাক্তিকে চসিকের জরিমানা

বাংলাধারা প্রতিবেদক»

নগরীর কোতোয়ালী ও বাকলিয়া এলাকায় উচ্ছেদ অভিযানে চালিয়ে ১১ ব্যাক্তিকে ৩১ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ আগষ্ট) নগরীর আন্দরকিল্লা ও মোমিন রোড এলাকায় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এবং ফিরিঙ্গীবাজার ও  শাহ আমানত সেতু সড়ক এলাকায় স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এ অভিযান পরিচালনা করে ।

বিষয়টি নিশ্চিত করে চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী বলেন, ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে আন্দরকিল্লা ও মোমিন রোডের উভয় পাশের ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতার দায়ে ৬ দোকান মালিকের বিরুদ্ধে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।’

অপরদিকে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের পরিচালিত অভিযানে ফিরিঙ্গীবাজার এলাকা ও  শাহ আমানত সেতু সড়কের উভয় পাশের ফুটপাত ও রাস্তা দখল করে পুরাতন লোহার মালামাল ও নির্মাণ সামগ্রী রেখে চলাচলে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতার দায়ে ৭ ব্যক্তির বিরুদ্ধে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং একই সাথে ফুটপাত ও রাস্তা অবৈধ দখলমুক্ত করা হয় বলে জানান চসিকের এই কর্মকর্তা ।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা প্রদান করেন।

বাংলাধারা/এসআরটি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ