১১ নভেম্বর ২০২৫

আনোয়ারায় অজ্ঞাত ব্যক্তির দায়ের কোপে প্রাণ গেলো বৃদ্ধের

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে অজ্ঞাত এক ব্যক্তির দায়ের কোপে সুনিল নাথ (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৯ টায় বারশত গ্রামের ৮ নং ওয়ার্ডে ক্ষেত্র মোহন নাথের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সুনিল স্থানীয় ক্ষেত্র মোহন নাথের পুত্র।

স্থানীয় জনতা মানসিক ভারসাম্যহীন ঘাতককে ঘেরাও করে পুলিশের সহযোগিতায় আটক করে। সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবির, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মো. হাছান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে নয়টার দিকে নিহত সুনিল মুরগীকে খাবার দিচ্ছিলেন। পাশে তাদের প্রতিবেশী পরিমল দত্ত লাকড়ি কাটছিলেন। এসময় অজ্ঞাত এক ব্যত্তি এসে সুনিলের কাছে গিয়ে ভাত চায়। সুনিল তাকে ভাত নেই বলে চলে যেতে বলে। পরে ওই ব্যক্তি পরিমলের কাছে গিয়ে বলে- আমাকে ভাত খেতে দিলে আমি লাকড়ি কেটে দিব। পরিমল তার জন্য ভাত আনতে ঘরে যায়। ঘর থেকে ফিসে এসে দেখে সুনিল রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে আর অজ্ঞাত ব্যক্তিটি দা-হাতে দাঁড়িয়ে আছে। এ দৃশ্য দেখে পরিমল চিৎকার করতে থাকে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘাতক ব্যক্তিকে ধরতে চাইলে সে দা নিয়ে দৌড়ে সাবেক এক মহিলা মেম্বারের ঘরে ঢুকে পড়ে। সেখান থেকে স্থানীয় মিজান নামে এক ব্যক্তির ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এসময় শত শত মানুষ ঘরটি ঘিরে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ঘাতক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক ব্যক্তি তার বাড়ি কখনো নোয়াখালী আবার কখনো অন্য জায়গায় বলে দাবি করে।

প্রত্যক্ষদর্শী পরিমল দত্ত বলেন, আমি সুনিলের পাশে লাকড়ি কাটছিলাম। এসময় এক ব্যক্তি এসে আমার কাছে ভাত চায়। আমি ভাত আনতে গেলে সে সুনিলকে কুপিয়ে হত্যা করে।

স্থানীয় বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, সকালে এক অজ্ঞাত ব্যক্তি কুপিয়ে সুনিলকে হত্যা করার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় ঘাতক ব্যক্তিকে আটক করি। আমি স্থানীয় জনপ্রতিনিধি হয়ে এ ন্যক্কারজনক ঘটনায় নিন্দা জানাই এবং ঘাতক ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আনোয়ারা থানার অপিসার ইনচার্জ (ওসি) মির্জা মো. হাছান জানান, আজ সকাল ৯টার দিকে বারশত ইউনিয়নের বারশত গ্রামে এক অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ব্যক্তি সুনিল নাথ নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে। আমরা স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ব্যক্তিকে আটক করি। এ ঘটনায় ঘাতকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ