১১ নভেম্বর ২০২৫

হাটহাজারীতে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার

হাটহাজারী প্রতিনিধি »

হাটহাজারীর চাঞ্চল্যকর মো. ইকবাল (২০) হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মানিক বড়ুয়া (২১) কে গ্রেফতার করেছেন হাটহাজারী মডেল থানা পুলিশ।

বুধবার (১৭ আগস্ট) দিবাগত রাতে পৌরসদরের বাস স্ট্যান্ড এলাকা থেকে আটক করেছে। সে পৌরসভার ৭নং ওয়ার্ড পূর্ব চন্দ্রপুর বড়ুয়া পাড়া এলাকায় বাবুল বড়ুয়ার পুত্র।

সূত্রে জানা যায়, গত ৫ জুলাই মাটিয়া মসজিদ জীপ স্ট্যান্ডে ইকবাল তার বন্ধু মানিক (২১), শাকিল (১৯), প্রকাশ (১৯) ও রুবেলসহ (২০) আড্ডা দিচ্ছিল। এসময় মানিক ও ইকবাল পরস্পর ঝগড়ায় লিপ্ত হয়। এসময় শাকিল, প্রকাশ ও রুবেল তাদের ঝগড়া থেকে বিরত রাখার জন্য দুজনকে দুদিকে নিয়ে যায়। এদিন সন্ধ্যার পর জনৈক আরিফ মিয়ার খোলা জমিতে মানিক ইকবালকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পারিয়ে যায়।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রাজিব শর্মা সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারের পর বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে। আসামি ঘটনার সত্যতা স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দী প্রদান করেন।

আরও পড়ুন