নিজস্ব প্রতিবেদক »
অতিরিক্ত দামে ডিম বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে চট্টগ্রামে ৫টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
শনিবার (২০ আগস্ট) সকাল ১১ টা থেকে ২টা পর্যন্ত রেয়াজউদ্দিন বাজার ও স্টেশন রোড়ে এ অভিযানে পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের সহকারি পরিচালক আনিছুর রহমান।
তিনি বলেন, সম্প্রতি ডিমের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রামে অভিযানে নামে ভোক্তা অধিকার। এরই অংশ হিসেবে রিয়াজুদ্দিন বাজারের দুটি দোকান এবং স্টেশন রোডের আরও তিনটি দোকানে অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, ডিমের আড়তদাররা একেকজনের কাছে একেক দামে ডিম বিক্রি করছেন। দোকানে কোনো মূল্য তালিকা ছিল না। ফলে তিনটি আড়তকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া বেশি দামে ডিম বিক্রি করায় একটি খুচরা ডিমের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা না থাকায় একটি মুদি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এই কর্মকর্তা।
বাংলাধারা/এসআরটি













