২৫ অক্টোবর ২০২৫

কাউন্সিলর এসরালের উদ্যোগে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট নিহতদের স্মরণ সভা

বাংলাধারা ডেস্ক

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪নং চান্দগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ আগস্ট) ওয়ার্ড কমিশনার এরসারুল হক এসরালের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

এসময় আরও বক্তব্য রাখেন- চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, কাউন্সিলর মোহাম্মদ জাবেদ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু।

উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীবৃন্দ।

আরও পড়ুন