২৫ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালীতে বর্বরোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ আগস্ট) সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহদাত হোসেন।

এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, আওয়ামী লীগ নেতা এম এ ইসা, নুরুল হুদা, দেলোয়ার হোসেন হাসান, দিদারুল আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম জাকারিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানূর রহমান সেলিম, মহিলা কাউন্সিলর রেবেকা সুলতানা মণি ও শাহানাজ আক্তার নিলু।

বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে বিএনপি জামায়াত জোট সরকারের বর্বরোচিত গ্রেনেড হামলায় ২৪ জন নেতা প্রাণ হারান। আহত হয়েছিলেন কয়েকশ মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছিল তারা। সেই দিনের দুঃস্বপ্ন আর যন্ত্রণা নিয়ে এখনো বেঁচে আছে অনেকেই। পঙ্গুত্ব আর স্প্লিন্টারের যন্ত্রণায় চোখের সামনে দু:স্বপ্নের মতো বারবার ভেসে ওঠে সেই বিভৎসতা। আজকের এই দিনে যারা মৃত্যু বরণ করেছে তাদের রূহের মাগফেরাত কামনা করছি এবং যারা আঘাত নিয়ে বেঁচে আছেন সকলের সুস্বাস্থ্য কামনায় দোয়া কামনা করছি।

আরও পড়ুন