চট্টগ্রামের আগ্রাবাদ ছোটপুলের হৃদম গার্মেন্টস এর পেছনে আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
রবিবার (২১ আগস্ট) সন্ধ্যা সোয়া ছয়টায় মেহের ভবনে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. এনামুল হক।
তিনি বলেন, সন্ধ্যার দিকে আবাসিক এলাকায় আগুন লাগার খবর আসে। আগুন নিয়ন্ত্রেণে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের পাঁচটি গাড়ি কাজ করছে।
বাংলাধারা/আরএইচআর













