হাটহাজারী প্রতিনিধি »
বিদ্যুৎ সংকট মোকাবেলায় সরকার কর্তৃক ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে চট্টগ্রামের হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাত ৮টার পর দোকান খোলা রাখার দায়ে ১৭ দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২১ আগস্ট) রাত ৮টার পর থেকে পৌর এলাকার বাসস্ট্যান্ড, কাঁচাবাজার, মাদ্রাসা মার্কেট, মেডিকেল গেট ও আব্বাসিয়ার পুল এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু রায়হানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এসময় বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখায় বিদ্যুৎ আইন ২০১৮ এর আওতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ১৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে বলে জানান এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।













