২৮ অক্টোবর ২০২৫

গুঞ্জনই সত্যি হলো, টি-টোয়েন্টি থেকে বাদ ডমিঙ্গো

বাংলাধারা ডেস্ক »

শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টির দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত এ ফরম্যাট থেকে সরানো হলেও টেস্ট ও ওয়ানডের নাটাই আপাতত ডমিঙ্গোর হাতেই থাকছে।

সোমবার (২২ আগস্ট) ডমিঙ্গোর সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমকে এ কথা নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তবে হেড কোচ কে হবেন এমন প্রসঙ্গে পাপন বলেন, এই টুর্নামেন্টে দলকে লিড দেবেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। এছাড়া আমরাও তো যাচ্ছি।

জানা যাচ্ছে, টিম টাইগার্সের টি-টোয়েন্টির দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া রাসেল ডমিঙ্গো এখন পুরোপুরি মনোযোগ দেবেন টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ নিয়ে পরিকল্পনা জমা দেবেন ডমিঙ্গো।

আরও পড়ুন