বাংলাধারা বিনোদন »
রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গতমাসের ১০ জুলাই। প্রায় দেড় মাস সিনেমা হলে দেদারসে চলছে এটি। ত্রিকোণ প্রেমের গল্পের ‘পরাণ’ সুপারহিটের তকমা পেয়েছে অনেক আগেই। দেশের পাশাপাশি অস্ট্রেলিয়াতেও বেশ সাড়া ফেলেছে এটি। তবে পরাণের নতুন খবর হলো, সিনেমাটি আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান।
গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ‘পরাণ’-এর প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজির পরিচালক ইয়াসির আরাফাত।
এ প্রসঙ্গে ইয়াসির আরফাত জানিয়েছেন, পাকিস্তান থেকে আমাদের সাথে যোগাযোগ করেছে। তারা অনুরোধ করেছে সিনেমাটা সে দেশে পাঠানো যায় কিনা। পাকিস্তানে ‘পরাণ’ উর্দু এবং হিন্দিতে ডাবিং করে চালানো হবে। পাকিস্তানে ছবি পাঠাতে হলে সরকারি কী নিয়ম আছে সেগুলো আমরা জানার চেষ্টা করছি। নিয়মগুলো জানা হলে আমরা পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করব।
ইয়াসির আরাফাত আরও জানিয়েছেন, পাকিস্তানের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতও রিলিজ দিতে চায় ‘পরাণ’। ইউএ থেকে একজন এরইমধ্যে আমাদের সঙ্গে কথা বলেছেন। তাকে আমরা জানিয়েছি, আমরা আপনাকে এখনই কনফার্ম করতে পারব না। আগে আমরা সব প্রসিডিউরগুলো দেখি, তারপর কনফার্ম করব কীভাবে সিনেমাটা আপনাদের ওখানে পাঠাতে পারব।













