২৯ অক্টোবর ২০২৫

বদলে গেল বন্দর-ইপজেড-পতেঙ্গা থানার ওসি

বাংলাধারা প্রতিবেদক»

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর, ইপিজেড এবং পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল হয়েছে।

সোমবার (২২ আগস্ট) চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি-বন্দর) পুলিশ পরিদর্শক আবু জায়েদ মো. নাজমুন নুরকে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি-পশ্চিম) পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাহফুজুর রহমানকে।

এদিকে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে সিএমপির সিটিএসবির পুলিশ পরিদর্শক আব্দুল করিমকে।

আরও পড়ুন