২৯ অক্টোবর ২০২৫

প্রেমে পড়লে মৌসুমীর প্রেমেই পড়তাম : মিশা

বাংলাধারা বিনোদন »

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকার প্রেমে পড়ার কথা জানালেন জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগর। মৌসুমীর ব্যক্তিত্বের প্রতি মুগ্ধতার কথা জানিয়ে মিশা বলেন, সিনেমায় আসার পর যদি কারও প্রেমে পড়তাম, তা হলো সেটা মৌসুমী হতো।

মিশা সওদার জানান, মৌসুমীর ব্যক্তিত্ব, যোগ্যতায় তাকে ভালো লাগতো। অবচেতন মনেই ওর প্রতি ভালোলাগা সৃষ্টি হয়। তবে প্রেমে পড়েছি এটি বলা যাবে না।

শুধু মৌসুমীর কথাই বললেন না এই অভিনেতা, তিনি শাবনূরের অভিনয়ের প্রেমেও পড়েছিলেন। শাবনূরের কণ্ঠস্বর আর চোখের ব্যবহারে দুর্বল ছিলেন মিশা।

মিশা বলেন, স্কুলে থাকতেই হবু স্ত্রীর প্রেমে পড়েছিলেন তিনি। আমি যখন ম্যাট্রিক পরীক্ষার্থী তখন ও ক্লাস এইটে পড়তো। তখন থেকেই তার প্রেমে পড়ি। এই প্রেম চলেছে দীর্ঘ সময়। আসলে আমি পড়ালেখায় ভালো ছিলাম না। ভালো স্টুডেন্ট ছিল সে। তার চুল ছিল ভীষণ সুন্দর। সবার সাথে ভালো ব্যবহার করে সে। এক কথায় মানুষের যে কোয়ালিটি থাকে, যা আকর্ষণ করে সবটাই ছিল তার।

১৯৮৬ সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (এফডিসি) আয়োজিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত হন মিশা সওদাগর। ১৯৯০ সালে ছটকু আহমেদ পরিচালিত চেতনা ও অমরসঙ্গী চলচ্চিত্র দুটিতে নায়ক হিসেবে অভিনয় করেন তিনি। কিন্তু দুটি চলচ্চিত্রেই সাফল্যের দেখা পাননি। পরবর্তীতে তমিজ উদ্দিন রিজভী পরিচালিত আশা ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে প্রথম খলনায়ক চরিত্রে অভিনয় করেন। এরপর এখন পর্যন্ত খলনায়ক হিসেবে ৯ শতাধিক সিনেমায় অভিনয় করেন তিনি।

আরও পড়ুন