২৯ অক্টোবর ২০২৫

টেকনাফে পেট্রল পাম্প ও বেকারিকে ২ লাখ ৩০ হাজার জরিমানা

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের টেকনাফে দুইটি পেট্টোল পাম্প ও দুই বেকারিকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিমাপে কম দেয়া ও অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ খাবার তৈরির অভিযোগে চালানো অভিযানে তাদের বিরুদ্ধে এ জরিমানা করা হয় বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.এরফানু হক চৌধুরী।

সোমবার (২২ আগস্ট) দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

জরিমানায় অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হলো— মেসার্স আব্দুল্লাহ এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন, নাফ ভিউ ফিলিং স্টেশন, নিউ ঢাকা বেকারি ও কুমিল্লা বেকারী।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে টেকনাফ পৌর শহরের পেট্রোল পাম্প গুলো গ্রাহকদের পরিমাপে কম দিয়ে অতিরিক্ত মূল্য আদায় করছিলো বলে অভিযোগ ছিল। এছাড়াও কোন পেট্রল পাম্পে মূল্য তালিকাও ছিলো না। এ বিষয়গুলো মাথায় নিয়ে সোমবার পেট্টল পাম্প গুলোর বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানকালে মেসার্স আব্দুল্লাহ এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে বিএসটিআই প্রদেয় ক্যালিব্রেশন চার্ট হালনাগাদ না থাকা ও ১০ লিটার পরিমাপে ১ লিটার কম পাওয়ায় ১ লাখ টাকা জরিমানা এবং নাফ ভিউ ফিলিং স্টেশনকে পরিমাপে কম দেয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই পেট্রল পাম্পের কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা ততক্ষণাত আদায় করা হয়।

অন্যদিকে, টেকনাফ সী-বীচ সড়কের পাশে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করায় নিউ ঢাকা বেকারিকে ৫০ হাজার ও কুমিল্লা বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই বেকারির কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা নগদ আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে।

অভিযান পরিচালনাকালে টেকনাফ মডেল থানা পুলিশ ও বিএসটিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন ইউএনও।

আরও পড়ুন