বাংলাধারা প্রতিবেদক»
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে বিদ্যুৎ-পানির লাইন বিচ্ছিন্ন করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সেখানকার সহস্রাধিক বাসিন্দা। এর ফলে ওই সড়ক দিয়ে যান চলাচলে সৃষ্টি হয়েছে প্রতিবন্ধকতা।
মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ফৌজদারহাট থেকে বায়েজিদ লিংক সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ শুরু করেন তারা।
বিক্ষোভকারীদের দাবি—তাদের পুনর্বাসন করে তারপর সেখানে উচ্ছেদ কার্যক্রম চালাতে হবে। পুনর্বাসন ছাড়া কোন উচ্ছেদ হতে দেবেনা তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামি থানার ওসি (তদন্ত) মো. হোসাইন। তিনি বলেন, ‘আলীনগরের বাসিন্দারা সড়ক অবরোধ করেছে। তবে আমরা লিংক রোড সড়কটি ব্লক করে দিলে তারা অন্য জায়গায় চলে যায়। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
এর আগে জঙ্গল সলিমপুরে সরকারি পাহাড় দখল করে গড়ে তোলা অবৈধ বসতিতে বিদ্যুৎ-পানির লাইন বিচ্ছিন্ন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এরপরই সেখানকার বাসিন্দাদের অবৈধ দখল ছাড়ার আল্টিমেটাম দেয়া হয়।
উল্লেখ্য, চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে নির্মাণ হতে যাচ্ছে সিঙ্গাপুরের আদলে দক্ষিণ এশিয়ার প্রথম নাইট সাফারি পার্ক। এর জায়গা চিহ্নিত করে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে। এছাড়া নিরাপত্তা চৌকি স্থাপনের জায়গাও চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তারা।
বাংলাধারা/আরএইচআর













