২৯ অক্টোবর ২০২৫

চা শ্রমিকদের মজুরি বাড়িয়ে সব সুবিধা নিশ্চিত করার দাবি সচেতন নাগরিকবৃন্দের

বাংলাধারা প্রতিবেদন »

চা শ্রমিকদের মজুরি বাড়িয়ে ৩০০ টাকা ও জীবনধারণের জন্য প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে ‘সচেতন নাগরিকবৃন্দ, চট্টগ্রাম’ ব্যানারে আয়োজিত এক সমাবেশ থেকে।

সোমবার (২২ আগস্ট) নগরীর চেরাগী পাহাড় মোড়ে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বছরের পর বছর ধরে চা শ্রমিকরা নির্যাতন-নিপীড়ন ও শোষণ-বঞ্চনা-বৈষম্যের শিকার হয়ে আসছেন। বাগান মালিকরা শ্রমিকদের রক্তের ওপর হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন। অথচ চা শ্রমিকদের মজুরি মাত্র ১২০টাকা। চা শ্রমিকসহ সব শ্রমিকের ঘামের ন্যায্য মজুরি দিতে হবে।

এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নাট্যকার প্রদীপ দেওয়ানজী, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শরীফ চৌহান, ন্যাপ কেন্দ্রীয় নেতা মিটুল দাশগুপ্ত, বিএফইউজ’র যুগ্ম মহাসচিব মহসীন কাজী, জাসদ নেতা জসিম উদ্দিন বাবুল, শ্রমিক নেতা ফজলুল কবির মিন্টু, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান।

আরও পড়ুন