বাংলাধারা প্রতিবেদক»
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) অভিযান চালিয়ে এক ভুয়া সেনা সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টার তাকে আটক করা হয়।
আটক ওই প্রতারকের নাম রাসেল মো. ইফাত (২১)। সে সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ মহাদেবপুর মৌলভিপাড়া এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বলেন, ‘খবর পেয়ে চমেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে অভিযান চালিয়ে রাসেলকে আটক করা হয়। তার গায়ে বাংলাদেশ সেনাবাহিনীর টি-শার্ট ছিল।’
জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআই নুরুল আলম আশেক বলেন, ‘সে ডিজিএফআইয়ের মনিটরিং অফিসার হিসেবে পরিচয় দেয়। পরে তার দেহে তল্লাশি চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড পাওয়া যায়। তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন ।’
বাংলাধারা/আরএইচআর













