২৮ অক্টোবর ২০২৫

বিয়ের ৫ মাসের মাথায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারা উপজেলায় গলায় ফাঁস দিয়ে মোহাম্মদ ইউনুস (২৭) নামের এক যুবক আত্নহত্যা করেছেন।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে উপজেলার বলতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মোহাম্মদ ইউনুস স্থানীয় ইলিয়াসের পুত্র। পুলিশ নিহতের লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।

আনোয়ারা থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান বলেন, বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া গ্রামে ইউনুসের আত্মহত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন