বাঁশখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের জালিয়া ঘাটা এলাকায় পুকুরের পানিতে ডুবে মোছাম্মৎ রূপসা (৪) ও মোছাম্মৎ রূপসী (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকালে উপজেলার সরল ইউনিয়নের জালিয়াঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত্যুবরণকারী দুই জমজ বোন বাঁশখালীর সরল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জালিয়াঘাটা নাজির বাপের বাড়ি এলাকার মো. নোমান ও আমেনা বেগমের কন্যা।
পরিবার সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা নানা কাজে ব্যস্ত থাকায় মোছাম্মৎ রূপসা ও মোছাম্মৎ রূপসী খেলা করতে করতে পুকুর পাড়ে চলে গিয়ে সবার অগোচরে পানিতে পড়ে যায়। তাদের খোঁজ করতে গিয়ে রূপসা ও রূপসীকে পানিতে ভাসতে দেখে মা। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামানা চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই জমজ দুই মেয়ের দুই বছর বয়সী ছোট ভাই আছে। তাদের মা বিকেলে তিনজনকে বাড়ির পাশের পুকুরে গোসল করাতে নিয়ে যান। দুই মেয়েকে পাড়ে বসিয়ে রেখে ছোট ছেলেকে গোসল করিয়ে বাড়িতে রাখতে যান তিনি। ফিরে এসে দেখেন পুকুরে ডুবে আছে মেয়ে দুটি। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এদিকে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী মঙ্গলবার সন্ধ্যায় নিহতদের বাড়িতে গিয়ে দাফন-কাফনের জন্য প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াদ হোসেন, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, ইউপি সদস্য সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।












