২৭ অক্টোবর ২০২৫

সাড়ে ৬ হাজার লিটার চোরাই জ্বালানি তেলসহ ২ জন ধরা

বাংলাধারা প্রতিবেদক »

সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ৬ হজার ৬শ লিটার চোরাই জ্বালানি তেলসহ ২ চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-৭। একই সাথে ২টি ট্রাকও জব্দ করা হয়।

মঙ্গলবার (২৩ আগস্ট) সীতাকুণ্ড মডেল থানার ফৌজদারহাট এলাকা থেকে এসব জ্বালানি তেলসহ তাদের আটক করা হয়।

আটকরা হলো— ঝালকাঠি জেলার রাজাপুর থানার নারিকেল বাড়িয়া এলাকার মৃত আব্দুল গনির ছেলে মো. রাজিব হোসেন (২২), লক্ষীপুর জেলা রামগতি থানার শিক্ষাগ্রাম এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মো. কবির (২৬)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২টি ট্রাক থেকে মোট ৩৩টি তেলের ড্রামে ৬ হাজার ৬শ লিটার চোরাই জ্বালানি তেল উদ্ধার করে আসামিদের আটক করা হয় এবং তেল বহনকারী ট্রাক দুটি জব্দ করা হয়।

তিনি জানান, আটক আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘ দিন ধরে চোরাই জ্বালানি তেল অবৈধভাবে সংগ্রহ করে পরবর্তীতে তা কম মূল্যে পাইকারী ও খুচরা বিক্রি করে আসছে। উদ্ধার জ্বালানি তেলের আনুমানিক মূল্য ৫ লাখ ৩০ হাজার টাকা বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

আটক আসামি এবং উদ্ধার আলামত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/ এসআরটি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ