বোয়ালখালী প্রতিনিধি »
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগ।
বুধবার (২৪ আগস্ট) সকালে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ এমপি। প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
এসময় প্রধান অতিথি সাংসদ মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই সমৃদ্ধ হতো।
তিনি বলেন, ২১ বছর বঙ্গবন্ধুর নাম নিতে দেয় নাই বিএনপি জামায়াত জোট সরকার। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। এত কিছুর পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল। তাই এ উন্নয়ন অব্যাহত রাখতে আগামীতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সাধারণ সম্পাদক এস এম জাকারিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরান, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, আওয়ামীলীগ নেতা এম এ ইসা, রিদোয়ানুল হক টিপু, কৃষক লীগ সভাপতি মো. শফিকুল ইসলাম।
এছাড়াও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ ও মৎস্যজীবি লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।












