২৬ অক্টোবর ২০২৫

৫ লাখ টাকার জ্বালানি তেলসহ দুই চোরাকারবারি ধরা সীতাকুণ্ডে

বাংলাধারা প্রতিবেদক»

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় অভিযান চালিয়ে দুই তেল চোরাকারবারিকে আটক করেছে র‍্যাব। এসময় ৬ হাজার ৬শ লিটার চোরাই জ্বালানি তেলসসহ ২টি ট্রাক জব্দ করা হয়।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর সোয়া একটার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— মো. রাজিব হোসেন (২২) ও মো. কবির (২৬)।

র‍্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ চোরাই জ্বালানি তেল অবৈধভাবে সংগ্রহ করে পরবর্তীতে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে। উদ্ধারকৃত জ্বালানি তেলের আনুমানিক মূল্য ৫ লাখ ৩০ হাজার টাকা।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার জানান, চোরাকারবারিরা ফৌজদারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার ওপর জাহাজের চোরাই জ্বালানি তেল ক্রয়-বিক্রয় করার গোপন সংবাদের ভিত্তিতে দুই তেল চোরাকারবারিকে আটক করা হয়েছে। এসময় ৬ হাজার ৬শ লিটার চোরাই জ্বালানি তেলসসহ ২টি ট্রাক জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের হেফাজতে থাকা দুইটি ট্রাক থেকে ৩৩টি তেলের ড্রামে সংরক্ষিত ৬ হাজার ৬শ লিটার চোরাইকৃত জ্বালানি তেল উদ্ধারসহ করা হয়। এ সময় ট্রাক দুটি জব্দ করা হয়।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন