বাংলাধারা প্রতিবেদক »
জ্বালানি তেল, সার, পরিবহন ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল চট্টগ্রামে ঢিলেঢালাভাবে পালিত হয়েছেন।
দেখা যায়, হরতাল চলাকালে সকালে নিউমার্কেট মোড় ও স্টেশন রোডে বাম জোটের নেতাকর্মীরা পিকেটিং শুরু করলে পুলিশি বাধার মুখে পড়ে। পরে নিউমার্কেট মোড়, কোতোয়ালি, ফিরিঙ্গি বাজার, স্টেশন রোড এলাকায় মিছিল ও পথ সমাবেশ করে চট্টগ্রাম জেলা বাম গণতান্ত্রিক জোটের নেতারা।
সমাবেশে বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলার সমন্বয়ক শফিউদ্দিন কবির, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের চট্টগ্রাম জেলার নেতা আল কাদেরী প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, সরকার নিত্যপণ্যের দাম বাড়িয়েই চলছে। সম্প্রতি চালের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে।
তারা বলেন, জ্বালানি তেল ও সারের মূল্যবৃদ্ধির প্রভাব মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলছে। মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। আমরা ধারাবাহিক লড়াই-সংগ্রামের মধ্যে আছি, হরতাল আহ্বান করেছি। সারাদেশের মানুষ আমাদের কর্মসূচির প্রতি স্বতঃস্ফূর্ত সমর্থন ব্যক্ত করেছে।
বক্তারা আরও বলেন, আজ সরকার তার সকল প্রকার দুর্নীতি ও লুটপাটের ভার চাপিয়ে দিচ্ছে জনগণের ওপর। তাই এই অন্যায় দুঃশাসন ও লুটপাটের বিরুদ্ধে দরকার জনগণের সম্মিলিত প্রতিরোধ।













