৯ নভেম্বর ২০২৫

অবৈধ দোকান উচ্ছেদে মাঠে নেমেছে চসিক

বাংলাধারা প্রতিবেদক »

নগরীতে সদরঘাট ও বাংলাবাজার এলাকায় অবৈধভাবে নির্মিত পাকা দোকান উচ্ছেদ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ আগস্ট) নগরীর মাঝিরঘাট ও বাংলাবাজার ঘাটের রাস্তায় এ অভিযান পরিচালনা করেন চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী বলেন, চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে মাঝিরঘাট ও বাংলাবাজার ঘাটের রাস্তা দখল করে অবৈধভাবে নির্মিত প্রায় ২৫টি পাকা দোকান উচ্ছেদ করে রাস্তা দখল মুক্ত করা হয়। রাস্তাটি দখলমুক্ত হওয়ার কারণে স্থানীয় মসজিদের মুসল্লীসহ বাংলাবাজার ঘাট ব্যবহারকারী ও পথচারীদের চলাচলের পথ সুগম হলো।

সিটি মেয়রের একান্ত সচিব ও চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম অভিযানে অংশ নেন বলে জানান তিনি।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম জেলা পুলিশ ও ৩১ আনসার ব্যাটালিয়ন সদস্যরা সহায়তা প্রদান করেন।

বাংলাধারা/ এসআরটি

আরও পড়ুন