বাংলাধারা ডেস্ক »
রাস্তা থেকে তুলে নিয়ে সঙ্গীত শিক্ষিকাকে ধর্ষণে নিজেদের জড়িত থাকার দায় স্বীকার করে কক্সবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার তিন আসামি।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে আলাদা আলাদা আদালতে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়।
এরমধ্যে মামলার প্রধান আসামি বেদার মিয়ায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস। ধর্ষণ মামলার অপর দুই আসামি বেলাল উদ্দিনের জবানবন্দি কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল শ্রীজ্ঞান তঞ্চজ্ঞা’ এবং মোস্তাক মিয়ার জবানবন্দি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আকতার জাবেদ রেকর্ড করেন।
কক্সবাজার সদর আদালতের জেনারেল রেজিস্ট্রেশন অফিসার (জিআরও) ইন্দ্রজিৎ বর্মণ বলেন, ১৯ আগস্ট সকালে পিএমখালীর একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষিকাকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।
২৩ আগস্ট ভিকটিম বাদি হয়ে একজনের নাম ও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে কক্সবাজার সদর থানায় মামলা করে। সেই মামলার প্রধান আসামিসহ তিনজনকে ২৪ আগস্ট গ্রেফতার করে র্যাব। ২৫ আগস্ট রাতে তিন আসামিই নিজেদের ধর্ষক হিসেবে আদালতে স্বীকার করেছেন।













